বরগুনার পাথরঘাটায় পরকিয়া প্রেমিকের সাথে অভিমান করে জাকারিয়া (২৭) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে পাথরঘাটা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কেএম মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন বিল্ডিংয়ে সে চালের পোকা নিধনের ট্যাবলেট সেবন করেন।
মৃত জাকরিয়ার স্ত্রী সুমি আক্তার জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী জাকারিয়ার সাথে এক মেয়ের পরকিয়া চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ চলে আসছিল। সম্ববত সে মেয়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারনা করেছেন তিনি। তবে যখন জাকারিয়া যখন বাড়ি থেকে বের হয়েছে তখন স্বাভাবিক ভাবেই ছিল।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে বিষপান করা রোগীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হবে।
Leave a Reply