বামনার গোলাঘাটা ভাড়া বাসায় থাকা মৃত্যু সুলতান খাঁ এর ছেলে ইউসুফ খাঁ (৩১) ধারা তার ৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত ইউসুফ এর স্থায়ী ঠিকানা, বরগুনার ৭ নং ঢলুয়া ইউনিয়নের কাঠালতলী গ্রামে।
মেয়েটি বর্তমানে বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন, শিশুটির মা অভিযোগ করে বলেন, আমার মেয়ের বয়স যখন তিন বছর তখন তার বাবা যৌন হয়রানি করতে দেখেছি। তখন আমি প্রতিবাদ করলে সে আমাকে ধমক দিয়ে বলে আমি এ কাজ করিনি।
<span;>অসহায় মা আরো জানান, পরে আর-একবার যখন আমি সরাসরি এ কাজ করতে দেখেছি তখন আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম, তার প্রতিবাদে সে আমায় অনেক মেরেছে।
কিন্তু বাবার এ নির্যাতন থামছিলো না, সে বালুর কার্গোতে কাজ করে, যখন বাড়িতে আসতো তখনই মেয়েকে আদর করার নামে যৌন কাজ করতো।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ জনাব বশিরুল আলম বলেন, বিষয়টি আমরা জানার সাথে সাথে ফোর্স পাঠিয়ে অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করেছি।
গতকাল (৪ এপ্রিল) সোমবার রাত ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯-এর (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।