ফরিদপুরের পিয়ারলেস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রাইভেট হাসপাতালে টনসিল অপারেশনের ১০ ঘণ্টা পর মৃত্যু হল নুসরাত খানম (১১) নামের এক শিশুর।শিশুটির মা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুললেও অভিযোগ নেই মর্মে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত দিয়েছেন শিশুটির পিতা।
খবর পেয়ে সংবাদকর্মীরা সেখানে গিয়ে দেখতে পান মরদেহসহ স্বজনদের দ্রুত সরিয়ে দিতে তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় শিশুটির মা জাহানারা খানম বিলাপ করছিলেন।নুসরাত খানম রাজবাড়ী জেলার আহলাদীপুর এলাকার মুদী ব্যবসায়ী মামুন সিকদারের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।নুসরাতের স্বজন মো. সুমন মিয়া জানান, সোমবার বিকেলে নুসরাতকে ওই প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকালে নাক কান গলা বিশেষজ্ঞ ডা. উষা রঞ্জন চক্রবর্তী নুসরাতের গলায় টনসিল (মামস) অপারেশন করেন। নুসরাতের মা জাহানারা খানম জানান, বিকেল ৩ টার দিকে প্রচন্ড পেটে ব্যথা শুরু হলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিকিৎসক বা হাসপাতালের কেউই আসেননি। তিনি জানান, ধীরে ধীরে নুসরাত নিস্তেজ হয়ে আসলে সন্ধ্যা ৬ টার দিকে হাসপাতালে কিছু লোক এসে জানায় নুসরাত মারা গেছে।ফরিদপুর
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এম এ জলিল জানান, স্বজনরা ৯৯৯-এ ফোন করে জানালে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা থেকে পুলিশ পাঠানো হয়। পরে স্কুলছাত্রীটির পিতার অভিযোগ না থাকায় কোনো পদক্ষেপ বা আইনগত ব্যবস্থা নেওয়া হয় নি।