সুমন ইসলাম :দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।এখান থেকেই বেরে ওঠা তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী মো: তারিক হোসেনের ।সঙ্গীত জগতে মো: তারিক হোসেন ( টিকে তারিক নামেই বেশ পরিচিত )।
সঙ্গীতশিল্পী মোঃ তারিক হোসেন (টিকে তারিক ), পিতা মো:আব্দুল আজিজ,মাতা :মৃত হামিদা বেগম।মোঃ তারিক হোসেন (টিকে তারিক ) পঞ্চগড় সদর উপজেলার রাজনগর গ্রামে শৈষব কৈষর পার করেন।
এর পর পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করে, ভর্তি হন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে সেখান থেকে এইচ এস সি ও বিএ পাস করেন টিকে তারিক।
তারিক হোসেন জানান,ছোটকাল থেকেই গানের প্রতি প্রতি আলাদা একরকম টান ছিল গান শোনা এবং গান গাওয়া এভাবে আস্তে আস্তে গান শেখা এবং গাওয়া , বন্ধুদের অনুপ্রেরনায় ২০০০ সালে প্রথম স্টেজ শো করি। বন্ধু ও পরিবারের অপ্রেরণায় ছোট্ট একটা জেলা থেকে আজ এ পর্যন্ত এসেছি।
গানের প্রথম এ্যলবাম বের হয়েছে সুরঞ্জলি থেকে এক টুকরো মেঘ দ্বিতিয় এলবাম সঙ্গীতা থেকে তুমি জানলেনা, এছারাও বশে কিছু গান বের হয়েছে ।এছারাও বর্তমানে গান গাওয়ার পাশাপাশি লেখা ,সুর ও মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি।
নিজের জেলা পঞ্চগড় এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাই আমার গানের মাধ্যমে। ফোক গানের উপর একটু বেশি টান আছে অনেক আগে থেকেই। আর প্রফেশনালি সব ধরনের গান করা হয় বলে জানানা তিনি।ভারতে বেশ কিছু স্টেজ শো ছারাও থাইল্যান্ডে একটি শো করেছেন টিকে তারিক।
তিনি আরো জানান, বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর কম্পোজার এবং সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ভাইয়ের সাথে কাজ করছি এরিমধ্যে হাবিব ওয়াহিদ আমাকে দুটি গান করিয়েছে গান দুটির নাম অভিমানী প্রেম ও তোমাকে দেখলেই এই দুটি গানে মিউজিক ভিডিও সহ হাবিব ওয়াহিদ ভাইয়ের ইউটিউব চ্যানেলে আছে।বর্তমানে মৌলিক এবং কভার গান নিয়ে কাজ করছি ।গীতিকার পাপি দিদার ও গীতিকার জহিরুল ইসলামের সাথেও বেশ কিছু কাজ করেছি এবং করছি।সামনে আরো অনেক গান আসবে মিউজিক ভিডিও সহ, তার সাথে বর্তমানের স্টেজ পারফরম্যান্সেও কিছুটা ব্যস্ত দেশ এবং দেশের বাইরে সবার প্রতি দোয়া ও ভালোবাসা আমি চাই নিজেকে একজন ভালো মানুষ এবং প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে গড়ে তুলতে চাই । সবাই আমার জন্য দোয়া করবেন।