ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ, রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আজ বোরবার বেলা ৩টার দিকে আধা ঘণ্টাব্যাপী মুষলধারে এই শিলাবৃষ্টি হয়।
বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে ভুট্টা, মরিচ আবাদ করেছিলাম। হঠাৎ শিলাবৃষ্টি হওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
৩০০থেকে ৪০০ গ্রাম ওজনের শিলাবৃষ্টি হয়েছে আজ। ফলে সবজি, মরিচ, ভুট্টা, ধান, আম, লিচুর ব্যাপর ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষি কর্মকর্তা বলেন তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখন বলা সম্ভব নয়। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছে।
Leave a Reply