রায়পুরে ডায়রিয়ায় তরুণীর মৃত্যু। কেরোয়া ইউপিতে একদিনেই ২৩ জন আক্রান্ত।
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রায়পুরে ডায়রিয়া আক্রান্ত হয়ে মীম আক্তার(২০) নামের এক তরুণীর মৃত্যু হয়। সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। মীম ঐ গ্রামের কৃষক খোকা মিয়ার মেয়ে। মিম এর মৃত্যুর খবর পেয়ে গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে ডায়রিয়া নিয়ে। মিম এর মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদ হাসান সিদ্দিকসহ মেডিকেল টিম গিয়ে কিশোরীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া রোধে সবাইকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।ডায়রিয়া হলে দ্রুত রুগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে।
Leave a Reply