এলিজাবেথ টেস্টটি ৩৩২ রানে হারে বাংলাদেশ। এই হারে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশও হয় টাইগাররা। এর আগে প্রথম টেস্টও হেরেছিল মুমিনুল হকের দল। যদিও সাদা পোশাকের লড়াইয়ের আগে ওয়ানডে সিরিজটি জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।
প্রায় এক মাস দক্ষিণ আফ্রিকায় থাকার পর এবার দেশে ফেরার পালা ক্রিকেটারদের। তবে একই ফ্লাইটে আসা হচ্ছে না সবার। আর ঢাকায় তো আসছেনই না কোনো বিদেশি কোচ। তাইজুল ইসলাম-মেহেদি হাসান মিরাজ-নাসুম আহমেদদের স্পিন কোচ দক্ষিণ আফ্রিকা থেকে উড়ান দেবেন শ্রীলঙ্কায়। নিজ দেশে ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরবেন রঙনা হেরাথ।
শুধু হেরাথ নয়, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোও থেকে যাচ্ছেন নিজ দেশে। তিনি করোনা আক্রান্ত। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন ঢাকায়। আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে লঙ্কানদের।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে মে মাসের শুরুতে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে শ্রীলঙ্কা। আসন্ন দুই টেস্ট টাইগাররা খেলবে চট্টগ্রাম ও ঢাকায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলার পর ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলবে দু’দল।
Leave a Reply