সিদ্দিক বেরোবি প্রতিনিধিঃ
তরুণদের মধ্যে বিজ্ঞান বিষয়ক চিন্তাচেতনা বৃদ্ধি ও জ্ঞান সমৃদ্ধকরণের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের উদ্দ্যোগে নর্দান স্টিম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ) সোসাইটি নামক সংগঠন যাত্রা শুরু করেছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে সিএসই বিভাগের চেয়ারম্যান ও সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ড. মিজানুর রহমান এর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, উত্তর জনপদের তরুণদের মধ্যে বিজ্ঞান বিষয় চিন্তাচেতনা বৃদ্ধি ও জ্ঞান সমৃদ্ধকরণের লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু করা হয়েছে৷ আশা করি, একবিংশ শতাব্দিতে দাঁড়িয়ে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় এই নর্দান স্টিম সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নর্দান স্টিমের সেক্রেটারি জেনারেল ও সিএসই বিভাগের সহযোগি অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও গণিত বিভাগের সহকারি অধ্যাপক মো. ইসমাইল হোসেন, ট্রেজারার ও একাউন্টিং এন্ড ইনফিরমেশন সিস্টেমস বিভাগের সহকারি অধ্যাপক রাসেল উদ্দিন। এছাড়াও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের দুই কৃতি সন্তান জাপানে কর্মরত এআই ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ ও শাফী সৌরভ।
Leave a Reply