লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়েছেন স্বামী মো. জাকির হোসেন। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামের দিনমজুর মো. জাকির হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে স্বামী জাকির হোসেন ও কয়েকজন প্রতিবেশী মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বজনদের দাবি, পারভিন বেগমকে স্বামী জাকির ও তার লোকজন পিটিয়ে হত্যা করে। এখন তারা আত্মহত্যার নাটক সাজিয়েছে। তারা সবাই বাড়ি থেকে পালিয়ে গেছে। তারা পারভিনের লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। আমরা ঘটনার সঠিক তদন্তের দাবি করি।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। শ্বশুরবাড়ির কেউ হাসপাতালে ছিল না। গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।