নওগাঁর সাপাহারে ভূমি ও তৎসংশিষ্ট ভূমি নিবন্ধন, ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়েজানে বুধবার ৯টায় উপজেলা হল রুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়ালী য্ক্তু ছিলেন মিল্টন কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) নওগাঁ।
প্রশিক্ষণে ভূমি ও তৎসংশিষ্ট ভূমি নিবন্ধন, ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি বিষয়ে বিস্তারিত পর্যলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
এসময় উক্ত প্রশিক্ষণে ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত কর্মকর্তা/কর্মচারী, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন তথ্য সেবা প্রদানকারী’র সদস্য ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাস্তবায়নকারী সংস্থা উপজেলা কৃষি ও সেচ বিষয়ক কমিটি সাপাহার,নওগাঁ।