রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৪এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যলী শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, ফাতেমা শিরিন ব্যবস্হাপক উপজেলা কৃষি সঞ্চয় ব্যাংক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রায়পুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি মার্চ্চেন্ট স্কুল।
উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ বক্তব্যে বলেন, আজ পহেলা বৈশাখ, স্বাগতম বাংলা নববর্ষ ১৪২৯বাংলা পঞ্জিকায় যুক্ত হলো নতুন বছর।বাংলা বছর অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে বাঙালির জীবনে নেমে আসুক সুখ-শান্তি ও সমৃদ্ধি…..
ছয় শতাধিক বছর আগে বাংলা বছর চালুর পর থেকেই পহেলা বৈশাখ পালন বাঙালির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ আরো একটি বাংলা নতুন বর্ষে পদার্পন করলাম আমরা।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সরকারি বিধিনিষেধ থাকায় বিগত দুই বছর যাবত বাঙালির শত শত বছরের পুরনো এই বাংলা নববর্ষ ঘরের বাইরে উদযাপন করা হয়নি। এ বছর কোনো বিধিনিষেধ না থাকায় স্বাভাবিকভাবেই দিনটি উদযাপনে বাড়তি আকর্ষণ ও উত্তেজনা থাকবে সবার মাঝে।
ঐতিহ্যবাহী নানারক অনুষ্ঠান আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় আজকের এই শোভাযাত্রা
Leave a Reply