নওগাঁপ্রতিনিধি: বাংলা নববর্ষকে অভ্যর্থনা জানিয়ে নওগাঁর সাপাহারে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্ষবরণ অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলার ঐতিহ্য ঘোড়া, মহিষের গাড়ী, পালকী ইত্যাদির সম্বন্নয়ে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে মিলিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে বর্ষবরণ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান হোসেন মন্ডল, উপস্থিত ছিলেন সাপাহার থানা অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান,
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা।
এবং সদরের সরকারী ডিগ্রী কলেজ, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ, সাপাহার পাইলট উচ্চ বিদ্যলয়, সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাপাহার জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়, সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়, সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ, সাপাহার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জয়পুর রাজ্য ধর প্রাথমিক বিদ্যালয়, সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাপাহার ক্যাডেট একাডেমি, সহ সরকারি-বেসরকারি কর্মচারী কর্মকর্তা গন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগন প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।
শোভা যাত্রা শেষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply