মোঃ মিজানুর রহমান (পাবনা জেলা প্রতিনিধি)।
পাবনা জেলার সাঁথিয়া পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। দিন দিন পানির সংকট বৃদ্ধি পাচ্ছে । অনেকটা বাধ্য হয়ে স্থানীয়রা পুকুরের ও নদীর পানি ব্যবহার করছেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বলছে, অসংখ্য সাব-মার্সিবল পাম্প স্থাপন ও ফসলি জমিতে সেচ ও গভীর নলকূপগুলোর জন্যই মূলত পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় অগভীর টিউবওয়েলগুলোতে পানি সংকট দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘদহ,, চকপাট্টা, গৌরীগ্রাম , পুরানচর, ক্ষেতুপাড়া ইউনিয়ন, বালিয়াকান্দী, মাঝগ্রাম, ভাটু মিয়াপুর , বিষ্ণুপুর, নন্দনপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে।
এছাড়া পৌর শহরের বিভিন্ন এলাকাতেও দীর্ঘক্ষণ টিউবওয়েলে মিলছে না পানি। সাধারণ মানুষ বাধ্য হয়েই পুকুরের ময়লা পানি ও নদীর ফুটিয়ে পান করছেন এবং ব্যবহার করছেন দৈনন্দিন কাজেও। প্রায় ১ মাস ধরে পানি সংকটে কষ্ট করে আসছেন এ উপজেলার মানুষ।
স্থানীয়দের দাবি পানি সংকট নিরসনে সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহন করে তাদের সমস্যা সমাধান করে।