নোয়াখালীর হাতিয়ায় ভূমি বন্দোবস্ত নথির জমির দখল বুঝিয়ে দেয়ার দাবিতে ভূমি মালিকগণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলায় ভূমি মালিকগণের উদ্যোগে উপজেলা পরিষদ স্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে নথির জায়গা গুলো বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন বলে জানান। যখন ভূমি মালিকগণ তাদের নথির মালিকানা জমিতে চাষাবাদ করতে যায় ঠিক ঐসময় ফরেষ্টের নিকট বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবী করেন ভূমি মালিকগণ।জমি গুলো চাষ করতে গেলে ঠিক তখনই ফরেষ্টের মিথ্যা মামলার শিকার হয়ে জেল খাটতে হয় বলে অভিযোগ করেন।
পরে মানববন্ধন শেষে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি বন্দোবস্ত নীতিমালা অনুসারে প্রদানকৃত বন্দোবস্ত ১০ মৌজা ভূমি মালিকদের ভূমি দখল হস্তান্তরের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বায়েজীদ বিন আখন্দ এর নিকট।
ভূমি মালিকদের একটাই দাবি ববন্দোবস্ত নথির জমি গুলো অতি তাড়াতাড়ি বুঝিয়ে দেয়া হোক এবং ফরেষ্টের নির্যাতনের হাত থেকে ভূমি মালিকদের রক্ষা করা হোক।