মোঃ খোরশেদ আলম রায়পুর (লক্ষীপুর)
উপকূলীয় জেলা লক্ষীপুরের মেঘনা নদীর রায়পুর অংশ থেকে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ শিকারের দায়ে ৪ জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (১৭ এপ্রিল) রায়পুর উপজেলা সহকারি (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়
এসময় মেঘনা নদীর সাজু মোল্লার মাছ ঘাট এলাকা থেকে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জন জেলেকে আটক করে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত জেলেরা হলো আলমগীর (২৭) সাইজউদ্দীন( ৩৮) জয়নাল আবেদিন (৩৭) এবং মোঃ মোশারফ (২৫) অভিযানকালে ২০ কেজি জাটকা ইলিশ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল বিনষ্ট করা হয়।
ম্যাজিস্ট্রেড রাসেল ইকবাল বলেন, লক্ষীপুরের মান্যবর জেলা প্রশাসক আনোয়ার হোছাই আকন্দ মহদয়ের নির্দেশক্রমে উক্ত ভ্রাম্যমণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযোগ পরিচালনাকালে তার সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা,বেলায়েত হোসেন কোস্টগার্ড এবং হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা
Leave a Reply