মোঃ মিজানুর রহমান (পাবনা প্রতিনিধি) ।
যুগে যুগে হাজারও মানবতার সেবক জন্মগ্রহণ করেছেন মানবতার সেবা করার জন্য। ঠিক তেমনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছে মানবতার ফেরিওলা আজাদের। তার বাবা আক্তার শরিফ একজন ব্যবসায়ী তার মাতা আন্জুয়ারা খাতুন গৃহিণী । অনার্স পড়ুয়া আজাদ ছোট বেলা থেকে মানুষের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিত। কিন্তু সে সাহায্যের পরিধি বিস্তৃত হয়েছে । আজাদ সাঁথিয়া রক্তদাতা ইউনিটের সম্মানিত অ্যাডমিন প্যানেলের সদস্য। সে প্রতিনিয়ত ডোনার সংগ্রহ করে অসুস্থ রোগেকে রক্ত দান করছে । একান্ত আলাপ কালে আজাদ বলেন সাংবাদিক ভাই কারও কষ্ট দেখলে সইতে পারিনা। যদি শুনি কারও ব্লাড লাগবে আমি বাংলাদেশের যেকোন প্রান্তে ছুটে যাই ২০২১ সালে সে প্রায় ৪৫০ জন ডোনার সংগ্রহ করে অসুস্থ রোগিকে রক্ত দিয়েছে।
করোনা মহামারির মধ্য জীবনের ঝুকি নিয়ে মানুষের পাশে দাড়িয়েছে।
আজাদ ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক। সে এলাকার স্বেচ্ছাসেবিদের নিয়ে সংগঠনটি গড়ে তুলেছে। আজাদ তার সংগঠনের লোকদের সাথে নিয়ে গৃহহারা মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে।
স্থানীয়দের সাথে কথা বলা জানা যায় আজাদ তাদের অনেক উপকার করে এবং মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাড়ায়।
এছাড়া আজাদ রুলার কালচার বিডি এর সম্মানিত সদস্য।
এলাকার গন্যমান্য ব্যক্তিদের চাওয়া তাদের মানবতার ফেরিওলা আজাদ আরও ভাল কাজ করুক এলাকার সবাই যথেষ্ট সাহায্য সহযোগিতা করবে তার এই মহৎ কাজে।