বাংলাদেশের শ্রমিকাঙ্গনের জনপ্রিয় শ্রমিক সংগঠন “বাংলাদেশ ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন” চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল’২২ ইং, শুক্রুবার বিকাল ৩ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতি ছিলেন, সদ্য কারামুক্ত বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণমানুষের প্রিয় নেতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মুক্তার আহামদ সিকদার। বিশেষ অথিতি ছিলেন, বাঁশখালী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী দক্ষিন শাখার আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, বাঁশখালী পৌরসভা আমির মাওলানা শহিদুল্লাহ, বাঁশখালী দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ ন ম মহিউদ্দিন, সদ্য বিদায়ী শিবির নেতা জনাব ওসমান গনীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল ও আলোচনা সভায়, আলোচকবৃন্দ পবিত্র রমজান মাসের অর্জিত সংযম ও আত্বশুদ্ধির শিক্ষাকে ব্যক্তিজিবনের বছরের বাকি ১১ মাসে কাজে লাগাতে পারলে একটি আদর্শিক শ্রমিক সমাজ গঠন করে দেশের অগ্রগতি ও সফলতাকে আরো গতিশীল করে একটি সমৃদ্ধ রাস্ট্র গঠন তরান্বিত হবে বলে অভিমত ব্যক্ত করেন। বক্তারা রমজান মাসের সংযম ও তাকওয়ার(খোদাভীতি) শিক্ষার আলোকে শ্রমিক ভাইদের ব্যক্তিজিবন গড়ে তোলার আহ্বান জানান।
Leave a Reply