চট্টগ্রাম জেলা প্রতিনিধি"
মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পুলিসের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় আদালতে আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে গৃহায়ণ ও গণপূর্তের প্রকৌশলী মো. নুরুল হুদা, চন্দিমা শীল, মাহমুদুল হাসান, জুলিয়ান সেতেরা ও বিআরটিএ’র মোটরযান শাখার পরিদর্শক আনোয়ার হোসেন এর সাক্ষ্যগ্রহণ হয়।এ নিয়ে এই মামলায় ১৭জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।