নিজস্ব প্রতিবেদক :
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ছোট্ট গ্রাম আফড়া। এই গ্রামের কিছু যুবক মিলে গড়ে তুলেছে একটি যুব সংগঠন। এই যুব সংগঠনটি প্রতিনিয়ত অসহায় মানুষকে আর্থিক সাহায্য সহযোগিতা করে আসছে। বিশেষ করে কিছু প্রবাসী যুবক এই সংগঠনের সাথে যু্ক্ত হয়ে তাদের কাজকে আর বেগবান করেছে। আজ প্রবাসী ও এলাকার যুবকদের উদ্যোগে আট জন দুস্থদের মাঝে আটটি ছাগল ও ঈদ সামগ্রি বিতরন করা হয়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে এ সকল ছাগল ও ঈদ সামগ্রি বিতরন করা হয়।
আফড়া গরিবের বন্ধু সংগঠনের অন্যতম কর্নধার ও প্রতিষ্ঠাতা
সিংগাপুর প্রবাসী মোঃ মন্টু হোসেন জনতার কথাকে বলেন তারা এমন উদ্যোগ সারা বছরই গ্রহন করে থাকেন এবং সংগঠনের মাধ্যমে গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন প্রবাশে বসে নিজ গ্রামের মানুষকে একটু সাহায্যে সহযোগিতা করতে পারলে প্রবাস জীবনের সব কষ্টই দূর হয়ে যায়।
অনুদান প্রাপ্ত দুস্থদের সাথে কথা বললে তারা জনতার কথাকে জানান এ সংগঠনটি তাদের অনেক সাহায্যে সহযোগিতা করেন আজ তারা ছাগল দিছে তাতে তারা ভিষন খুশি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সিনিয়র সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম মাষ্টার আফড়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়।
সহ সভাপতি মোঃ আলামিন হোসেন ইন্জিঃ
মোঃ রাকিবুল ইসলাম
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আকমল সরদার ও মোঃ আব্দুল মজিদ অবসর প্রাপ্ত সেনাকর্মকর্তা।