মোঃ শাহিনুর ইসলাম:
রাজশাহীর পবা উপজেলায় মুখ থুবড়ে পড়েছে আমান কোল্ড স্টোর লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে মদনহাটি এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের গ্যাস মেশিন নষ্ট হয়ে সাধারন কৃষক ও ব্যবসায়ীদের আনুমানিক ১০ কোটি টাকার আলু নষ্ট হওয়ার পথে।
ইতিমধ্যে কয়েক হাজার বস্তা ভেতর থেকে বের করা হয়েছে, যার কোনটিতেই একটি ভালো আলুর কোন অস্তিত্ব নেই!
এই বছর আমান কোল্ড স্টোরে আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার আলুর বস্তা সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিটি আলুর বস্তার গড় ওজন ৭০ কেজি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান সরকারি আইন অনুযায়ী বস্তার ওজন ৫০ কেজির বেশী করার নিয়ম নেই। তবে সেই আইনকে বুড়ো অঙ্গুল দেখিয়ে বেআইনি ভাবে স্টোর ভর্তি করেছে কতৃপক্ষ।
কৃষকরা আশঙ্কা করছে যদি সব আলু নষ্ট হয়ে যায় তাহলে লাভ তো দূরের কথা নিজের পকেটের প্রায় ১০ কোটি টাকা লোকসান হবে তাদের।
কৃষক ও ব্যবসায়ীদের দাবী গ্যাস মেশিনের কার্যক্ষমতা কমে যাচ্ছে দেখেও কোন পদক্ষেপ নেয়নি তারা।
এই ঘটনায় হাসান নামের এক হতদরিদ্র কৃষকের ৩০০ বস্তা আলু পঁচে গেছে। ৫ লক্ষ টাকা ব্যাংক লোন নিয়ে আলু কিনে এখন তিনি পথে বসেছে।
এই ঘটনায় কৃষক এবং ব্যবসায়ীরা একত্রিত হয়ে রাজশাহী আঞ্চলিক কৃষি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত এবং ক্ষতি পূরনের দাবি জানান। আর তা না হলে এই অঞ্চলের কৃষক এবং ব্যবসায়ীরা পড়বে চরমে বিপাকে।