পাবনা প্রতিনিধি :
প্রেমের টানা প্রেমিক মো. সজিবের (২৭) হাত ধরে বাড়ি থেকে পালিয়েছিলেন ১২ বছরের কিশোরী। রাজধানী ঢাকার সাভার থেকে পালিয়ে আসা এই প্রেমিক যুগলকে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের আমবাগান এলাকার প্রেমিকের আত্মীয় বাড়ি থেকে তাদের উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ।
পরে রাতেই তাদের পাবনা জেলা পুলিশের মাধ্যমে ঢাকার সাভার মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রেমিক সজিব কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেদিয়া গ্রামের মো. আরানের ছেলে এবং কিশোরী রংপুর জেলার বদরগঞ্জ থানার দক্ষিণ মমিনপুর গ্রামের মন্ডলপাড়ার মো. আলমগীরের মেয়ে মোছাম্মদ সুমাইয়া। তারা সাভারে রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া থাকে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, প্রথমে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ও পরে সাভার থানার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। প্রেমের টানে তারা বাড়ি থেকে পালিয়েছে বলেও প্রাথমিকভাবে জানিয়েছে। পরে রাতেই তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে মেয়ের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রেমিক সজিবকে আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, প্রতিবেশী ১২ বছর বয়সী ওই কিশোরীকে কৌশলে অপহরণ করেছে সজিব- এমন একটি লিখিত অভিযোগের প্রক্ষিতে সজিবকে আটক দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
শনিবার ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম।