মোঃ সাহানুর ইসলাম।
একসময়ে বায়ু দূষণ কমানোতে পদক প্রাপ্ত বিশ্ব সেরা রাজশাহী শহর এখন শব্দ দূষণে চতুর্থ অবস্থানে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
শব্দ দূষণের শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে ভারতের মুরারাবাদ এবং পাকিস্তানের ইসলামাবাদ রয়েছে তৃতীয় অবস্থানে।
বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী শব্দের তীব্রতা ৮৫ ডেসিবল বা তার বেশী হলে মানবদেহের জন্য খুবই ক্ষতিকর অথচ ঢাকায় এর মাত্রা ১১৯ এবং রাজশাহীতে ইতিমধ্যে ১০৩ ছাড়িয়েছে। যা এই রাজশাহী নগরবাসীর জন্য খুবই দুশ্চিন্তা ও উৎকন্ঠার।
রাজশাহীতে শব্দ দূষণের মুল কারন হিসেবে ধরা হচ্ছে অযথা যেখানে সেখানে ইজি বাইক বা অটো রিক্সার হর্নের আওয়াজকে।
সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন কনস্ট্রাকশন কাজ, রাস্তা খোড়াখুড়ি, উচ্চ শব্দে মাইক বাজানো ইত্যাদি।
অতিরিক্ত শব্দ দূষনে বাড়ছে মানুষের শারীরিক এবং মানসিক দুশ্চিন্তা।
এছাড়াও হতে পারে হৃদরোগ, উচ্চ রক্তচাপ জনিত নানাবিধ সমস্যা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত শব্দ দূষণ নগরীর মানুষের জন্য কাল হয়ে নামতে পারে নিকট ভবিষ্যতেই। শব্দ দূষন নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট বিভাগের/কর্মকর্তাদের শব্দ দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে আর তা নাহলে পরিষ্কার/পরিপাটি নগরী খ্যাত রাজশাহী নগরীর সাধারণ মানুষ পড়বে চরম স্বাস্থ্য ঝুকিতে।