লিটন সরকার রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি:
জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে হাসি আনন্দে ঈদ কাটাবেন হাজরো ভূমিহীন পরিবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপহার গৃহহীন ও ভূমিহীনদের হাতে তুলে দেন। তৃতীয় ধাপে নির্মিত এসব ঘর আধা পাকা। ঘরের সঙ্গে রান্না ঘর ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়া বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষ ও হাস মুরগি পালনের ব্যবস্থা রয়েছে।
দুই শতক জমির ওপর নির্মিত ঘরের দলিল হস্তান্তর করা হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল (ভারপ্রাপ্ত) জানান, প্রত্যেক ঈদে ভূমিহীনদের সেমাই, চিনি বা নতুন বস্ত্র প্রদান করা হয়। কিন্তু এবারের ঈদে ভূমিহীনরা পাচ্ছেন মাথা গোজার স্থায়ী ঠিকানা। ২ শতাংশ জমির মালিকনাসহ নতুন ঘর পাচ্ছেন তারা। যা ঈদ উৎসবে নতুন মাত্রা যোগ হবে।
রৌমারী সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম রাসেল জানান , সরকারের এই মহতি উদ্যোগে ভূমিহীনের মাঝে আশার আলো ফুটেছে। তাদের মাথা গোজার ঠাঁই মিলছে। এতোদিন যাদের জমি ও ঘর ছিল না, পথে পথে ঘুরেছেন তারাই এখন নিজের বাড়িতে ঘুমাতে পারবেন।
রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসময়ে উপস্থিত ছিলেন শেখ আব্দুল্লাহ, চেয়ারম্যান রৌমারী উপজেলা পরিষদ, রেজাউল ইসলাম মিনু , সাধারণ সম্পাদক রৌমারী উপজেলা আওয়ামী লীগ মোজাফ্ফর হোসেন, ভাইস-চেয়ারম্যান রৌমারী উপজেলা পরিষদ, আব্দুল কাদের, চেয়ারম্যান ৩নং বন্দবেড় ইউনিয়ন পরিষদ, নুরজুল ইসলাম , চেয়ারম্যান শৌলমারী ইউনিয়ন পরিষদ, প্রমুখ।