লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া চোরাই গরু উদ্ধার ও চোর মেহেদী হাসান শাকিল (২৫) গ্রেফতার।
২৫/০৪/২২ইং তারিখ লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধায়নে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দীন মহোদয়ের নের্তৃত্বে অত্র থানায় কর্মরত এসআই মোঃ হাবিবুর রহমান, এসআই মোঃ মহসিন, এএসআই মোঃ নুরুল করিম চৌধুরী পিপিএম সেবা সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া লক্ষ্মীপুর সদর থানাধীন ভাঙ্গাখাঁ ইউপি ৬নং ওয়ার্ডস্থ জকসিন টু পোদ্দার বাজার সড়ক চোচার মিল নামক স্থানের খালি জায়গায় লক্ষ্মীপুর সদর থানাধীন ভাঙ্গাখাঁ ইউপি ৬নং ওয়ার্ডস্থ জকসিন টু পোদ্দার বাজার সড়ক চোচার মিল নামক স্থানের খালি জায়গায় চোরাই গরু ক্রয় বিক্রয় করাকালীন সময়ে আসামী মেহেদী হাসান শাকিল (২৫), পিতা-জামাল উদ্দিন, মাতা-শাহিনুর বেগম, সাং-পশ্চিম বটতলী (জমাদার বাড়ী), ১৪নং মান্দারী ইউপি, থানা ও জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করেন এবং তাহার হেফাজতে হইতে একটি চোরাই গাভী গরু ও একটি চোরাই দামরী বাছুর উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এতদসংক্রান্তে লক্ষ্মীপুর থানার মামলা নং-৩৭, তারিখ-২৫/০৪/২২ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপদ করা হয়।
Leave a Reply