স্টাফ রিপোর্টারঃ-
সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে ঈদের আগে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। করোনার গত দুই বছর হলো স্বাভাবিক পরিবেশে এসেছে ৭ দিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদকে ঘিরে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত টেইলার্স দোকানি দর্জিরা। লক্ষ্মীপুরে ঘুরে দেখা যায়, প্রতিটি টেইলার্স দোকানি জামা- কাপড় সেলাইয়ের নতুন অর্ডার আসছে। আবার অনেক কাজের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। দোকানের দর্জিরা কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে। আপন মনে তৈরি করছেন তারা অন্যদের পোশাক। এক একজন প্রতিদিন তৈরি করছেন ছয় থেকে আটটি নতুন জামাকাপর। জহির টেইলার্স মালিক মোঃ জহির হোসেন, টেইলার্সের কারিগরা বলেন, গত দুই বছর করোনার কারনে সবকিছু বন্ধ ছিল। লকডাউনের জন্য দোকানপাট ঠিকমতো খুলতে পারেনি। এ ছাড়া কাজের কোনো অর্ডার ছিল না। ছেলে- মেয়েদের নিয়ে খুব কষ্টে ছিলাম। সংসার চালাতে হিমসিম খেয়েছিলাম।তবে বর্তমানে করোনা নেই, সরকার সবকিছু খুলে দিয়েছে। আর কিছুদিন পর ঈদ।আশা করছি,এবার ঈদ আমাদের ভালো কাটবে। আরেক টেইলার্স মালিক বলেন ২৩ রোজা চলছে, রোজার ৫ দিন আগে থেকে ঈদের কাপড় তৈরির কাজ পেয়েছি।হাতে প্রচুর কাজ, প্রতিদিন সাত থেকে আটটি কাপর সেলাই করতেছি টেইলার্স প্রতিষ্ঠানের মালিক ও কাটিং মাষ্টার টিটুল বলেন, দুই বছর অনেক কষ্টে ছিলাম ৬ জন কারিগর তাঁদেরও অনেক কাজ দিচ্ছি। অনেক অর্ডার পেয়েছি।এগুলো সেলাই করতে অনেক সময়ের প্রয়োজন, তাই নতুন করে অর্ডার আর নিচ্ছি না।আশা করছি,আমরা সবাই ঈদের আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারবো।