নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাজীরহাট ফেরীঘাট এলাকায় ফেরী, লঞ্চ ও স্পিডবোটে যাত্রী পারাপার নির্বিঘ্ন করা, ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশ পাবনার যৌথ উদ্যোগে আজ কাজীরহাট ফেরীঘাট এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পাবনা জনাব বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম, জেলা প্রশাসন ও জেলা পুলিশ, নৌ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির প্রতিনিধিগন,উপজেলা চেয়ারম্যান বেড়া জনাব রেজাউল হক বাবু, মেয়র বেড়া পৌরসভা জনাব আসিফ শানস রন্জন, স্থানীয় জনপ্রতিনিধিগন, লঞ্চ, স্পিডবোট মালিকগন।
পুলিশ সুপার মহোদয় ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজীরহাট ফেরীঘাটে ২৪ ঘন্টী পুলিশ মোতায়েন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের ঘোষনা দেন।
পাশাপাশি লঞ্চে ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী না নেয়া, লঞ্চ স্পিডবোট ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া না নেয়ার বিষয়ে সকলকে সতর্ক করেন।