রাংঙ্গাবালী উপজেলা প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার রাংঙ্গাবালী উপজেলা মোট ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। বাংলাদেশ আওয়ামী লীগ রাংগাবালী উপজেলার শাখার প্রত্যেকটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে, আওয়ামীলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২০-০২-২২ ইং তারিখে উপজেলা আওয়ামী লীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক ছয়টি ইউনিয়নে সম্মেলনের তরিখ ঘোষনা করা হয়।
সম্মেলন যথাক্রমে ১২-০৩-২২ইং তারিখে মৌডুবী ইউনিয়ন থেকে শুরু হয়ে ১৮-০৩-২২ ইং তারিখে রাংঙ্গাবালী সদর ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে শেষ হয়। ১৩-০৩-২২ ইং তারিখে বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের কমিটির আংশিক ঘোষনা করা হয়। সেখানে সভাপতি মোঃ হেলাল উদ্দিন সান্টু সাধারন সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন হাওলাদর নির্বাচিত করে উনিশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়। বাকী পাঁচটি ইউনিয়নে কমিটি ঘোষনায় কিছুটা বিলম্ব হলেও গত কাল ২৭-০৪-২২ ইং তারিখে আরও তিনটি ইউনিয়ন আওয়ামিলীগের কমিটির আংশিক ঘোষনা করেন। উপজেলা আওয়ামিলীগের সভাপতি জনাব অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক জনাব মোঃ সালাউদ্দিন আহমেদ। সেখানে ছোট বাইশদিয়া ইউনিয়নে সভাপতি মোঃ হানিফ ও মোঃ কামরুজ্জামান শিবলী কে সাধারন সম্পাদক নির্বাচিত করেন। চালিতাবুনিয়া ইউনিয়নে সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম স্যার ও মোঃ আকতাউল আলম ফয়েজ গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এছাড়াও মৌডুবী ইউনিয়নে সভাপতি মোঃ মাহমুদুল হাসান রাসেল ও মোঃ সিপন মিয়া কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।বাকী আরও দুইটি ইউনিয়নে এখনো কমিটি ঘোষনা হয়নি।
কমিটি ঘোষনার পর চারটি ইউনিয়ন আওয়ামিলীগের ভিতর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কমিটি নিয়ে অনেক ত্যাগী কর্মীদের মনে রাগ ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ঐরকেমের তিব্র প্রতিবাদ করতে দেখা যায় নি। কিছু কর্মীদের মতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুন্দর গ্রহনযোগ্য একটি কমিটি উপহার দিয়েছেন উপজেলা আওয়ামিলীগ। তাদের মতে আসন্ন নির্বাচন হবে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জিং নির্বাচন। তাই নিজেদের ভিতর গ্রুপিং ভুলে কাধে কাধ মিলিয়ে দলের জন্য শক্ত অবস্থান তৈরি করাই মূল উদ্দেশ্য। বাকী দুইটা রাংঙ্গাবালী সদর ইউনিয়ন ও চরমোন্তাজ ইউনিয়নের কমিটি ঈদের পর ঘোষনা করা হবে বলে উপজেলা আওয়ামিলীগের সহ- দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সোভন নিশ্চিত করেন।