নিজস্ব প্রতিবেদক :
সাঁথিয়া থানার মামলা নং-২৪ তাং- ১৬/০৪/২২ ইং ধারা-৪৬১/৩৮০ সংক্রান্তে চুরি যাওয়া মোবাইল ফোনের তদন্ত সংক্রান্তে পাবনা জেলাধীন ফরিদপুর থানার চকচকিয়া গ্রাম হইতে মোঃ আজিজুল হক এর ব্যবহার করা অবস্থায় ১ টি রেডমি নোট ১০ মোবাইল উদ্ধার করা হয়।
এরপর উক্ত আজিজুল হক কে জিজ্ঞাসাবাদে জানায় যে সাঁথিয়া থানাধীন খিদিরগ্রামের মোঃ খোকন মন্ডল(২৮) পিতা- জয়নাল মন্ডল এর কাছ গত ৫/৭ দিন পূর্বে ৯০০০/- টাকায় উক্ত ফোন ক্রয় করে।
আজিজুল হকের দেওয়া তথ্যমতে চোর খোকন কে গ্রেফতার করিয়া তার হেফাজত হইতে এবং তার দেওয়া তথ্য মতে মোট ১১ টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়।
চোর খোকন কে জিজ্ঞাসাবাদে আরও জানায় যে সে নিজেই গৌরীগ্রাম বাজার হইতে দোকানের টিন কাটিয়া দোকানে প্রবেশ করিয়া মোবাইলগুলো চুরি করে।এরপর সে তার নিকট আত্নীয় ও পরিচিত বন্ধুবান্ধবের নিকট স্বল্পমূল্যে চোরাই ফোন গুলো ইনটেক কভার সহ বিক্রি করে।
তার বিক্রিত মোবাইল ফোনগুলো তাকে নিয়ে অভিযান করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া হইতে মোঃ আলমগীর হোসেন (৪০) পিতা- সানোয়ার হোসেন,শাহজাদপুর থানার বহলবাড়িয়া হইতে এরশাদ(৩৩)পিতা- হোসেন আলী কে এবং সিরাজগন্জ জেলার শাহজাদপুর থানার চড়াচিথুলিয়া হইতে মোঃ আজম প্রাং (২১) পিতা- ওয়াজ প্রাং, সাঁথিয়ার সিলন্দা হইতে কালু(৩৬) পিতা- মৃত বাবর আলী দের কে অভিযান পরিচালনা করিয়া উক্ত চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয় ও মোবাইল ফোন গুলোর ক্রেতাদের থানায় আনা হয়েছে।
চোরাই মোবাইল ফোন ক্রেতাদের জিজ্ঞাসাবাদ এ তাহারা জানায় যে চোর খোকনকে তারা সকলে টিভির মেকার হিসাবে চেনে এবং তার দোকান রয়েছে। সেই কারনে তারা সরল বিশ্বাসে তার নিকট স্বল্প মূল্য এ মোবাইল ফোন কেনে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।