সম্পাদকীয় : বার্তা প্রধান।
আমাদের অনেকের মনের জিজ্ঞাসা ঈদের চাঁদ কবে উঠবে? বাংলাদেশে ঈদ কবে হবে?
বাংলাদেশে ঈদ মঙ্গলবারে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের দেশের চাঁদ দেখা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ চাঁদ দেখা কমিটি রাত দশটার সময় নতুন চাঁদ দর্শন করে। আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা পাশের গ্যালাক্সি অ্যানড্রোমিডা-কে খুব পরিস্কার ভাবেই দেখতে পারি , সুতরাং চাঁদ কখন উঠবে এটা খুব নির্ভুলভাবে বলে দেওয়া যায় । আকাশ পরিষ্কার থাকলে, নতুন চাঁদ জন্মের ১৬ ঘণ্টা পর মানুষ খালি চোখে ঐ চাঁদকে দেখতে পায়। অর্থাৎ চাঁদের ১.৭% পূর্ণতা পেলে মানুষ খালি চোখে সেই চাঁদকে দেখতে পারে।
আমেরিকাতে নতুন চাঁদের জন্ম হবে ৩০শে এপ্রিল শনিবার বিকেল ৪ টা ২৮ মিনিটে, সূর্য অস্ত সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট । বিকেল ৭:৫০ মিনিট থেকে বিকেল ৪:২৮ মিনিট বাদ দিলে থাকে ৩ ঘন্টা ৩২ মিনিট। শনিবার দিন আমেরিকাতে চাঁদ দেখা যাবে না, দেখা যাবে রবিবারে। আমেরিকার ঈদ সোমবারের ১০০% নিশ্চয়তা দিয়ে বলা যায়।
বাংলাদেশ নতুন চাঁদের জন্ম হবে ১লা মে রবিবার ভোর ২টা ২৬ মিনিটে। বাংলাদেশ সূর্য অস্ত সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটে । ভোর ২টা ২৬ মিনিট থেকে বিকেল ৬ টা ৩৯ মিনিট বাদ দিলে হবে ১৬ ঘন্টা ১৩ মিনিট। সুতরাং আকাশ পরিষ্কার থাকলে রবিবার দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে। তবে সেটার সম্ভাবনা অনেক কম। রবিবার দিন বাংলাদেশে চাঁদ দেখা না গেলে সোমবার যে চাঁদ দেখা যাবে সেটা অনেক বড় হবে।
সৌদিআরবে নতুন চাঁদের জন্ম হবে ৩০শে এপ্রিল শনিবার রাত্রী ১১ টা ২৮ মিনিটে, সূর্য অস্ত সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে। রাত্রী ১১ টা ২৮ মিনিট থেকে পরের দিন বিকেল ৬ টা :২৩ মিনিট বাদ দিলে হয় ১৮ ঘন্টা ৫১ মিনিট। রবিবারে দিন নিশ্চিতভাবে সৌদিআরবে চাঁদ দেখা যাবে। সৌদিআররবে ঈদ সোমবারের ১০০% নিশ্চত করে বলা যায়।
বাংলাদেশে ঈদ মঙ্গলবারে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সোমবারে হলে সেটা বিস্মিত হওয়ার কোনো কারণ নেই।আপনাদের সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা “ঈদ মোবারক”
Leave a Reply