লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে রাজিবপুরে এডভোকেট বিপ্লব হাসান পলাশের পক্ষ থেকে ৬শত অতিদরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রবিবার সারাদিনব্যাপী এডভোকেট বিপ্লব হাসান পলাশের নিজ বাড়িতে রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের দাঁতভাঙ্গা, চর শৌলমারী, শৌলমারী, বন্দবেড়, যাদুরচর ও রৌমারী ইউনিয়ন ও রাজিবপুর উপজেলার অতিদরিদ্র ৬ শত পরিবারের মাঝে এই শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নুরুল হক আর্মি, নুরজুল মাস্টার, নুর আমিন, হাসান মাস্টার, রাফি, মতিউর রহমানসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিতরণকালে নুরুল হক আর্মি বলেন, নুর আমিনের ছেলে এডভোকেট বিপ্লব হাসান পলাশ দীর্ঘদিন থেকে তার নিজ তহবিল হতে এলাকার হতদরিদ্রদের শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করে আসছেন। আমরা আগামীতেও প্রতি বছরের ন্যায় বেশি বেশি করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করতে পারি। নুরজুল মাস্টার জানান, এডভোকেট বিপ্লব হাসান পলাশ অনেক দিন থেকে দরিদ্র পরিবারের মাঝে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। আমরা তার জন্য দোয়া করি সে যেন প্রতি বছর আমাদের সহযোগিতা করতে পারেন
Leave a Reply