নিজস্ব প্রতিবেদক :
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার একটি ছোট্ট গ্রাম ঘুঘুদহ।
কৃষি,মৎসজীবি ও কারিগর বিভিন্ন শ্রণির মানুষের বসবাস করে এই গ্রামে। তেমন এক মুসলিম মধ্যবিত্ত পরিবারে জন্ম নকিবুল ইসলাম হিরুর। তার পিতা নুরুল ইসলাম ছিলেন খুলনা জুটমিলে কর্মরত ছিলেন ও মাতা মালেকা বেগম গৃহিণী । চার ভাইয়ের মধ্য নকিবুল সবার ছোট।
ছোট বেলা থেকে মেধাবী নকিবুল প্রাথমিকের গন্ডি পেড়িয়ে ভর্তি হন ক্ষেতুপাড়া আব্দুস ছাত্তার উচ্চ বিদ্যালয়ে এবং কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়ে সরকারি বাঙলা কলেজে রসায়ন বিজ্ঞান অনার্স মাস্টার্স ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে এম.বি.এ শেষ করেন সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে।
ছাত্র জীবন থেকেই তিনি গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এবং স্বাধ্যমত সাহায্যে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন কিন্তু তিনি যখন নোভার্টিস বাংলাদেশ লিমিটেড এ জয়েন করেন তারপর থেকেই তিনি তাঁর মানবিক কাজগুলোর পরিধির বিস্তার ঘটান।
নকিবুল ইসলাম অসহায় মেধাবী ছাত্রদের লেখাপড়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার আর্থিক সাহায্যের কল্যানে অনেক মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ছে ।
এলাকার ছাত্র ও যুব সমাজকে সচেতন করার জন্য মোটিভেশনাল বক্তৃতা প্রদান করেন।
ছাত্ররা যেন কোন অপকর্ম এবং মাদকে যু্ক্ত হয়ে না পড়েন সেজন্য তিনি খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরন করেন।
তিনি অসহায় দরিদ্র্য মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দ্বিধা বোধ করেন না। বিশেষ করে করোনা কালিন সময় ও বিভিন্ন ধর্মীয় উৎসবে তার উদ্যোগ প্রশংসনীয়।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় মোঃ নকিবুল ইসলাম হিরু যখনই বাড়ি আসে তখনি এলাকার মানুষের খোঁজ খবর রাখেন এবং সাহায্যে সহযোগিতা করেন। গ্রামের কিছু মুরব্বী বারবার খোঁজখবর নেন হিরু বাড়ী আসবে কবে। কারন তিনি এলাকার বয়োজ্যেষ্ঠদের বিনামূল্য বিভিন্ন ঔষধ সামগ্রি বিতরন।
তিনি ঢাকাতে অবস্থান কালেও কেউ বিপদে পড়লে তিনি ঢাকা থেকেই আর্থিক সাহায্যে সহযোগিতা করেন। এবং ঘুঘুদহ আল কোরআন টিচিং একাডেমিতে তিনি বিভিন্ন সময়ে সাহায্যে সহযোগিতা করেছেন।
প্রচার বিমুখ মোঃ নকিবুল ইসলাম হিরুকে দীর্ঘ দিন জনতার কথা ২৪.কম পর্যবেক্ষকন করে তার একান্ত সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন অবশেষে তিনি বার্তা প্রধানকে তার অজানা কিছু কথা জনতার কথা ২৪. কমকে জানান।
জনতার কথা ২৪.কম এর পক্ষ থেকে মানবতার ফেরিওলা মোঃ নকিবুল ইসলাম হিরুকে জানাই অভিনন্দন তার সুস্বাস্থ্য এ দীর্ঘায়ু কামনা করি। সবার ঘরে জন্ম হোক হাজারও নকিবুল।