মোঃ সাহানুর ইসলাম
রাত পোহালেই ইদ। চতুর্দিকে তাই খুশির আমেজ। ইদকে সামনে রেখে তাই তরুনদের আয়োজনের শেষ নেই। তবে প্রতিনিয়ত বাড়ছে আতসবাজির এই ভয়ানক খেলা।
নতুন বর্ষকে সাদরে গ্রহণ কিনবা ধর্মীয় যেকোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এই খেলায় মেতে উঠে সব বয়সের মানুষেরা। তবে তরুন কিনবা কম বয়সী বিশেষ করে ১৫-২৫ বয়সের ছেলেরা মেতে উঠেন এই খেলায়।
গত বছর নতুন বর্ষকে কেন্দ্র করে অনেক আতসবাজি ফাটানো হয়। যার শব্দ সহ্য করতে না পেরে মৃত্যবরন করে এক শিশু। ফানুসের আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি বাড়ি।
তবুও তরুনদের মাঝে এই মরণ খেলার যেন শেষ নেই। দিন দিন তাদের সাথে যুক্ত হচ্ছে ছোট ছোট বাচ্চারাও। অভিভাবকরা সতর্ক না হলে হতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
Leave a Reply