নিউজ ডেস্ক :
ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ মে) অনুষ্ঠিত ঈদের জামাতে প্রায় দুই লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। জেরুজালেম নগর ও এর আশাপাশের অঞ্চল থেকে রাত থেকেই মুসল্লিরা আসা শুরু করেন।
ইসরায়েলের দখলদার বাহিনীর কঠোর বিধি-নিষেধ ও বাধাবিপত্তির মধ্যেও আল আকসা প্রান্তরে আসতে থাকেন মুসল্লিরা। তাদের মুখে ছিল আনন্দ-উচ্ছ্বাসের ছাপ। সুবিশাল চত্বরে খেলায় মেতেছিল ফিলিস্তিনের শিশু-কিশোররা। মসজিদে সমাগত মুসল্লিদের মধ্যে খাবার বিতরণ করতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের।
গাজা অঞ্চলে ঈদের আনন্দে মেতে উঠেছে শিশুরা।
জেরুজালেম নগরী ও আল আকসা মসজিদে প্রবেশে ফিলিস্তিনের অন্য এলাকার মানুষের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখে ইসরায়েল। তদুপরি স্থানীয় মুসল্লিদের আগমনে ভরপুর হয়ে ওঠে আল কুদস নগরের অলিগলি ও মসজিদে আকসার চত্বর।
ফিলিস্তিনের ইসলামিক ইনডোমেন্ট অ্যাফেয়ার্স জানায়, ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মসজিদে আকসা চত্বরে মুসল্লিরা আসতে শুরু করে। জেরুজালেমের পাশাপাশি অধিকৃত গাজা ও পশ্চিম তীরের বিভিন্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।