মোঃ সাহানুর ইসলাম
রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ ইদের পরের দিনের টিকিট দেওয়া শুরু করেছে। আজকে দেওয়া হচ্ছে ৬ তারিখের টিকিট। ইদের পর ০৪ তারিখে দেওয়া হবে ০৭ তারিখের টিকিট। তাই ০৬ তারিখে ঢাকাগামী যাত্রীদের গত কাল রাত থেকেই লাইনে দাড়াবার দৃশ্য চোখে পড়েছে।
ঢাকাগামী যাত্রীরা বলেন এত আগে আসার দরকার হত না যদি অনলাইনে টিকিট পাওয়া যেত। কোন ভাবেই অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না।
সকাল ৮ ঘটিকায় টিকিট দেওয়ার কথা থাকলেও তখন টিকিট সার্ভারে প্রবেশ করা যায় না।
এক ভুক্তভোগী যাত্রী জানান তিনি সকাল ঠিক ৮ ঘটিকা থেকে টিকিট কাটার চেষ্টা করছেন তবে তাদের দেওয়া ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। তিনি চেষ্টা অব্যাহত রাখলে ৮.০৪ মিনিটে প্রবেশ করতে সক্ষম হন এবং দেখেন অনলাইন কোন টিকিট নেই। তাহলে এত টিকিট ৪ মিনিটে গেল কোথায়। বাধ্য হয়েই তাই তারা টুল,চেয়ার নিয়ে স্টেশনে হাজির হয়েছে। শেষ রোজার শেষ সেহরী অনেককে স্টেশনে করতে দেখা গেছে।
স্টেশনের দায়িত্ব থাকা কর্মকর্তারা জানান, সকালে টিকিট কাটার জন্য মানুষ একসাথে হুমরি খেয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় সার্ভার জ্যাম। এতে যারা সময় মত ঢুকতে পারে তারাই টিকিট কাটতে পারে। অন্যদিকে এত মানুষ এক সাথে প্রবেশ করার জন্য মাঝে মাঝেই সার্ভার তা কার্যক্ষমতা হারাচ্ছে। ফলে বাধ্য হয়েই তারা সার্ভারের এক্সেস বন্ধ করে দিচ্ছেন।
তবে কর্তৃপক্ষ খুব শীগ্রই এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন বলে জানান তারা।