ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
দীর্ঘ ২ বছর পর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।প্রধান ঈদের জামাতে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক জনাব মাহাবুবর রহমান নামাজ আদায় করেন। এবং নামাজ শেষে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
ঠাকুরগাঁওয়ে ঈদের প্রধান জামাত জেলা স্কুল বড় মাঠ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮:৩০টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা কামিল ডবল, এম এ( ইংরেজি ও আরবি )ফাস্ট ক্লাস এবং এমফিল অধ্যক্ষ আবুল হাসান ত্ব-হা ।
ইসলামিক ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলার উপ-পরিচালক মো. মশিউর রহমান নিশ্চিত করে জানান।
ঠাকুরগাঁও প্রধান ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৮ হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেয় বলে জানা গেছে।
এ ছাড়াও ঠাকুরগাঁও ঈদগাহ মাঠসহ শহরের ৩০০ টির বেশি মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বেশিরভাগ এলাকার ঈদ গাহ মাঠে সকাল ৮:৩০টা থেকে সকাল ৯:৩০টার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া পূর্ব ঐতিহ্য হিসেবে পৌরমেয়র ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তবে এবার ভিন্ন তার রূপ নিয়েছে বলে জানা যায় নারী মেয়র হয়।
ঠাকুরগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পৌরমেয়র আঞ্জুমান আরা বন্যা বলেন, করোনা মহামারির সংকট কাটিয়ে ২ বছর পর এবার সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে ঈদের জামাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায় করতে পারেন সে বিষয়ে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠাকুরগাঁও জেলায় এই ঈদ উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবসা করা হয়েছে।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দুআ করা হয়।