সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী ইদের দিন চেয়ার নিয়ে হাজির স্টেশনে! কিন্তু কেন?
মোঃ সাহানুর ইসলাম।
পবিত্র রমজান মাস শেষে আজকে ইদের দিন। তবে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী চেয়ার নিয়ে বসে আছে স্টেশনে। উদ্দেশ্য ক্যাম্পাসে ফেরার। কিন্ত সোনার হরিন টিকিট যে কোন ভাবেই হাতে মেলে না।
নাম না প্রকাশে ওই শিক্ষার্থী জানিয়েছে তিনি সরকারি তিতুমীর কলেজের ১৭-১৮ সেশনের একজন শিক্ষার্থী। ইদের ছুটিতে টিকিট না পেয়ে, জান টা হাতে নিয়েই যেন কোন মতে ট্রেনের ছাদে উঠে বাড়িতে ফিরেছেন তিনি। তবে ফিরতি টিকিট যেন কোন ভাবেই হাত ফোসকে বেরিয়ে না যায় তাই তিনি চেয়ার নিয়ে ইদের দিনেই হাজির হয়েছেন লাইনে।
তিনি জানান টাকা থাকলেই এখন টিকিট পাওয়া যায় না। টিকিট পেতে হলে হয়ত রাতেই লাইনে দাঁড়াতে হয় আর না হয় টিকিট ছাড়ার ৩০ মিনিটের মধ্যেই কোন টিকিট পাওয়া যায় না।
জনতার কথা ২৪.কম নিজস্ব প্রতিনিধি অনলাইনে টিকিট কাটার পরামর্শ দিলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর পা প্রকাশ করেন।তিনি জানান অনলাইনের অবস্থা আরও ভয়াবহ। টিকিট ছাড়ার ৪ মিনিটের মধ্যেই সব আসন শুন্য দেখায়।
আপনারা যারা ডিজিটাল ডিজিটাল বলে মুখে ফেনা তুলে দেন তাদের আসলে এসবের কিছু আসে যায় না।
মাঝ থেকে বলির পাঠা হই আমরা সাধারণত মানুষেরা। আসলে আমাদের ভোগান্তির শেষ নেই! আর আমাদের কথা শোনার মত কোন মানুষ নেই। তাই চুপচাপ সিরিয়াল দিয়ে বসে থাকাই উত্তম। আল্লাহ ভাগ্য যায় রাখে তাই হবে ইনশাআল্লাহ।
Leave a Reply