বুলবুল হাসান : পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, এর নির্দেশনায় মাদক বাল্য বিবাহ কিশোর গ্যাং জঙ্গীবাদ মুক্ত করার লক্ষ্যে বিট পুলিশিং বাড়ি বাড়ি আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন, সেবা নিন এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে, বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও বাস্তবায়ন করার লক্ষ্যে ১০ ই মে ২০২২ ইং বেলা সোয়া ১ ঘটিকার সময় পাবনা থানার সাব-ইন্সপেক্টর( নিরস্ত্র) ও বিট অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা পাবনা জেলা স্কুলের বিজ্ঞান ভবনে স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রদের মাঝে মাদকদ্রব্যের কুফল স্মার্ট ফোনের অপব্যবহার রোধকল্পে করণীয় পারষ্পারিক সম্মানবোধ পরিবারে মা বাবার প্রতি কর্তব্য, র্যাগিং এর নামে কোন অশ্লীল আচরণ থেকে বিরত থাকা সামাজিক মাধ্যমে টিকটিক ভিডিও নির্মাণের নামে অপসংস্কৃতি রোধ করা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন অযথা আড্ডা লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার বিষয়ে করণীয় এবং অপরাধ হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকা সহপাঠীদের তালিকা প্রস্তুতসহ বিভিন্ন কর্মকান্ডের উপর আলোচনা করেন। এ সময় পাবনা জেলা স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ হুজ্জাতুল্লাহ বলেন, সবাইকে বিশ্বায়নের যুগে নিজেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার করে শরীর গঠন করার জন্য উৎসাহিত করা হয় এবং শৃঙ্খলার সহিত জীবনযাপন করার জন্য ছাত্রদের প্রতি আহবান জানানো হয়। উক্ত অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকল শিক্ষক ও ছাত্রদের মাঝে বিট মোবাইল নাম্বার সম্বলিত কার্ড বিতরণ করা হয়।