আবু সাঈদ (বিশেষ করসপনডেন্ট)
বুধবার বিকাল ৫ ঘটিকার সময় সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে ডিবি পুলিশ, পাবনা ও সাঁথিয়া থানার সহযোগিতায়
আনুমানিক ৩০,০০০ লিটার সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট সৃষ্টি করার অপরাধে
মীর স্টোরের ম্যানেজার মীর আবুল খায়ের কে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্ত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়াও মজুদকৃত তেল জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান,ফাড়ির ইনচার্য ও স্থানীয় ব্যবসায়ীর উপস্থিতিতে আগামী ২ দিনের মধ্যে পুর্বের ক্রয়কৃত মূল্যে অর্থাৎ প্রতি কেজি সয়াবিন ১৮৫ টাকা দরে বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়।
সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে