মোঃ সাহানুর ইসলাম
প্রতিনিয়ত বাংলাদেশের টাকার মান কমছে ডলারের বিপরীতে। ফলে আমদানি পণ্যে বাড়তি ব্যয় গুনতে হচ্ছে আমদানিকারকদের। গত কয়েকদিনে ডলারের দাম বেড়ে দাড়িয়েছে ৮৬ টাকা ৭০ পয়সা।
তবে ব্যাংকগুলো প্রতি ডলারের জন্য আমদানিকারকদের থেকে নিচ্ছে ৯২-৯৩ টাকা। যার ফলে অতিরিক্ত খরচ বাড়ছে আমদানি পণ্যের।
আমদানি পণ্যের এই বাড়তি ব্যয় প্রভাব ফেলেছে খুচরা বাজারে। ফলে দাম বেড়েছে চিনি, ছোলা! সয়াবিন তেল, জ্বালানি তেল, এলপিজি গ্যাস ইত্যাদি।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক বলেন, যুদ্ধ ও রমজানের কারণে আমদানি খরচ বেড়ে গেছে। এ জন্য ডলারের দাম বাড়ছে।
Leave a Reply