শহিদুল ইসলাম খোকন :মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে চাল দেওয়া হয়েছে।
১২ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্না। উপস্থিতিতে ৭ শ’২৪ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৪০ কেজি করে দুই মাসের মোট ৮০ কেজি চাল বিতরন করা হয়েছে।
চাউল বিতরণ কালে এখলাছপুর ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার, সচিব, ইউপি সদস্যসহ রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে পদ্মা- মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। তারই কারনে অভিযান চলাকালে জেলেদের মাঝে দুই বারে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাউল দেওয়া হয়েছে।
Leave a Reply