আবু সাঈদ (বিশেষ প্রতিনিধি)
নার্সদের কঠিন পরিশ্রম, তাদের সেবা ছাড়া কোনও রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন। আজ সেই মানুষদের শ্রদ্ধা জানানোর দিন। আজ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। সকল সেবিকাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট করা হয়েছে দিনটি।
আজকের দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। তিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা।
জানা যায়, ১৯৬৫ সালে প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।
এই দিন সমাজ সংস্কারক, পরিসংখ্যানবিদ এবং আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতার জন্মদিন। তাঁর জন্মদিনকেই নির্দিষ্ট করা হয়েছে নার্সিং দিবস হিসেবে।
প্রতি বছর এই দিনটি একটি থিম গৃহীত হয়।
এবছরের থিম হল নার্সেস- আ ভয়েস টু লিড- ইনভেস্ট ইন নার্সিং অ্যান্ড রেসপেক্ট রাইট টু সিকিওর গ্লোবাল হেলথ (Nurses: a voice of lead- invest in nursing and respect rights to secure global health)।
আলোচনা সভায় নার্সদের বিভিন্ন অবদান এবং জনগণের উন্নত সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ মামুন বলেন করোনাকালীন সময়ে আমরা মানুষকে যথারীতি সেবা দিয়ে আসছি। সকল ভয়কে উপেক্ষা করে সাধারণ মানুষের কল্যাণে সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিতি ছিলেন ডাঃ জান্নাতুল ফেরদৌস। এছাড়া উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ মামুন, অন্যান্য ডাক্তার , নার্সিং সুপারভাইজার, নার্স ইনচার্জ এবং অন্যান্য কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি নার্সদের নানা অবদানের কথা তুলে ধরেন।