মোঃ জুলহাস উদ্দিন হিরো, বিশেষ প্রতিনিদি,শেরপুর।
কয়েকদিনের গুরি গুরি বৃষ্টিতে অতিষ্ট হয়েছে কৃষকেরা। দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির কারণে অতিষ্ঠ সাধারণ মানুষের জিবন, এবং তার সাথে বাড়ছে শিশু ও বয়ষ্কদের ঠান্ডা জর, আরও বিভিন্ন রোগ। এতে করে দূর্ভোগে পরেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বিশেষ করে হুমকির মুখে পরেছে, বোরোধান চাষীরা। ১০০০/১২০০ টাকা দিতে হয় একটা শ্রমিকের বেতন,কিন্তু আদায় হচ্ছে না ঠিক ভাবে সেই শ্রমিকের কাজ। এতে অনেক ক্ষতির আশংকায় কৃষকেরা।
কৃষকেরা বলেন, তাদের একমাত্র ভরসাই হচ্ছে আবাদি ফসল, এই ফসলের উপর নির্ভর করে তাদের পুরো এক বছরের জীবিকা নির্ধারন। কিন্তু এবারের বোরো মৌসুমের ফসল অনেকটা ভালো হলেও – বৈশাখের ঝড়ে ও শিলাবৃষ্টি এবং সময়তো শ্রমিক না পাওয়ায় তারা ক্ষতির মুখে পরেছে।
কৃষকেরা আরও বলেন, এবারের বোরো মৌসুমে – তাদের যে ক্ষতি হয়েছে, তা পুরোন করা কোনভাবেই সম্ভব না। আর তাদের এ-ই ক্ষতির দিকে – সরকারও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আর করবেও না। এমন অবস্থায় তাদের আল্লাহ কে, ভরসা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান তারা।
Leave a Reply