ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনে স্বজনকে তুলে দিয়ে ট্রেন থেকে লাফিয়ে নামার সময় পড়ে গিয়ে ট্রেনে কাঁটা পরে বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধার নাম রশিদা বেগম (৬০)।
শনিবার (১৪ মে) রোড রেল স্টেশনের প্লাটফর্মে দুপুর ১টা ২০ মিনিটে পঞ্চগড়-ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সদর উপজেলার আকচা ইউনিয়নের বকোশের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
রোড রেলস্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
স্টেশন মাস্টার বলেন, দুপুরে ওই বৃদ্ধা তার স্বজনকে ট্রেনে উঠিয়ে দিতে এসে তিনিও ট্রেনে উঠেন। এ সময় ট্রেন ছেড়ে দিলে তিনি তাড়াহুড়ো করে লাফিয়ে ট্রেন থেকে নামতে গেলে চলতি ট্রেনের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা গিয়ে মারা যান তিনি।
তিনি আরও জানান, নিহতের লাশ রেল স্টেশনে রাখা হয়েছে। দিনাজপুর থেকে রেলওয়ে ওসি এসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
দিনাজপুর রেলওয়ে থানার এসআই আব্দুস ছাত্তার বলেন, এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।