সামসুর রহমান (শুভ). ভোলা জেলা প্রতিনিধি,
তজুমদ্দিন উপজেলার চাদঁপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে -মহাজন গ্রামের, সবুজ এর ফেমিলীর উপর পারিবারিক হামলার ঘটনায় সবুজ সহ ৩ জন জখম প্রাপ্ত হয়েছে। বর্তমান তারা তজুমদ্দিন সদর হাসপাতালে ভর্তি অবস্থায় আছে,,
শুক্রবার (১৩ মে) দুপুরে ১২ টায় এই ঘটনা ঘটে,এব্যাপারে গুরুত্বর আহত সবুজ বাদী হয়ে তজুমদ্দিন থানায় এজাহার করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে, চাদঁপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মহাজন গ্রামের. সবুজের কাছে একেই গ্রামের সফিজল চাদাঁ দাবি করলে, সবুজ বাধা দেওয়ার কারনে,সফিজল, এবং তার ছেলে সুজন, সফিজলের স্ত্রী মিনারা বেগম সহ,আরো অনেকে মিলে পরিকল্পিতভাবে দা, লাটি দিয়ে এলোপাতাড়ি ভাবে (সবুজ) সবুজের স্ত্রী প্রেগনেট তাসলীমা ৩৫.ও তার শাশুরি আনোয়ারা ৬০.এর উপর হামলা করে।
পরে তার ছোট ভাই মামুনএসে তাদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় আহতদের তজুমদ্দিন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তজুমদ্দিন থানার এসাই মোঃ অলিউল্লাহ বলেন, কয়েকবার আমরা ঘটনাস্থলে গিয়েছি, আমাদের দেখে আসামি পালিয়ে যায়,পরে এসাই বলেন আমরা ঘটনা সুস্থ তদন্ত করে দ্রুত আইনের আওয়াত আনবো,
সবুজ বলেন, আমি গরিব মানুষ আটো রিকশা চালিয়ে কোন রকম সংসার চালাই, এর আগেও আমাদের উপর একবার হামলা করছেন, আজকে ও অনেক ভাবে হামলা করছেন, অনেক মারছেন, আমার শাশুড়ি বুড়া মানুষ, তাকে দা দিয়ে কুপিয়ে জগম করেন, আমার বউ ৪ মাসের প্রেগনেট, তাকেও তারা রেহাই দেয় নাই।।
আমি এই হামলায় দোষীদের গেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যানাই।