বুলবুল হাসান : পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায়, বেড়া মডেল থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমের পর নিখোঁজ ছাএী মায়া ও অভিযুক্ত হাসমত কে নরসিংদী জেলার পলাশ থানাধীন গুচ্ছ গ্রাম থেকে ১৪ মে শনিবার সকাল ৬ টা ১০ মিনিটে বেড়া মডেল থানা পুলিশের এস আই মোঃ আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করে ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হন । এ সময় অভিযুক্ত হাসমত ঢাকা সহ বিভিন্ন জায়গায় অবস্থান করে। মোবাইল ট্যাকিং করে তাদের অবস্থান নির্ধারণ করতে পুলিশের অনেক কষ্ট করতে হয়। এ ঘটনায় হাসমত নামের এক লম্পট স্কুল শিক্ষকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় হাসমত কে আসামি করে অপহরণ মামলা করা হয়েছে। গ্রেফতার কৃত ব্যাক্তি বেড়া উপজেলার বাটিয়াখড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। উল্লেখ্য গত ৯ মে সোমবার ২০২২ খ্রিস্টাব্দ মোছাঃ মায়া খাতুন নিখোঁজ হয়। জানা যায়, ঐ দিন স্কুলে প্রাইভেট পড়তে গেলে স্কুল ছুটির পরে আর বাড়ি ফিরে আসেনি। তার পর স্কুল ছাএী মায়ার বাবা মোঃ রফিকুল বেড়া মডেল থানায় সাধারণ ডাইরি করেন যাহার ডাইরি নং ৪২৭। খোঁজাখুঁজির এক পর্যায় মেয়েকে না পেয়ে মায়ার বাবা ওর সহপাঠীদের কাছে খোঁজ নিলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শিক্ষক হাসমতকে ফোন করেন। হাসমত তখন মায়া কে নিয়ে গিয়েছে জানায়। বিষয় টি বিভিন্ন সংবাদ কর্মী অনলাইনে নিউজ প্রকাশ করে। ভিকটিম কে উদ্ধারের বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ সুপারের নির্দেশে বেড়া থানা পুলিশ ঢাকা ও নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করে স্কুল ছাএীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া স্কুল ছাএী ভিকটিম কে ডাক্তারি পরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হইতেছে।