সামসুর রহমান (শুভ),ভোলা জেলা প্রতিনিধি,
তজুমদ্দিন উপজেলা, ২নং সোনাপুর ইউনিয়ন, আনন্দ বাজার, সাইকেল ও রিক্সার গেরেজ, এবং একটি বড় মুধি দোখানে বিদ্যুৎ সট লেগে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে,
স্হানীয় সূত্রে যানা যায়,১৪ মে, ২০২২ ইং শনিবার রাত ৩ টার দিকে,ঘর মাহজন হাসানের মুধি দোখানের মধ্যে হঠাৎ বিদ্যুৎ সট লেগে, আগুন ধরে যায়, তারা তাৎক্ষনিক তজুমদ্দিনে ফায়ার সার্ভিস ফোন দেয়, ছোট রাস্তার কারনে ফায়ার সার্ভিস আসতে না পারায় -ঐদিকে ভয়াভয় অগ্নিকান্ডে হাসানের দোখান ছাই হয়ে পাসে থাকা রহিমের, সাইকেল রিক্সার গেরেজে আগুন লেগে, গেরেজে থাকা ১ টি রিক্সা, ও গাড়ির পার্টস টায়ার, কারেন্টের অনেক মালামাল সহ অনেক মালামাল পুরে ছাই হয়ে যায়,,
ক্ষতিগ্রস্তরা বলেন আমাদের ২ টি দোখানের প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে যায়,
২ টি দোখান পুরে ছাই হবার পর যখন আগুন পাসে থাকা দোখানে লেগে যায় তখন ফায়ার সার্ভিস এসে পৌছানের পর স্থানীয়দের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয়।
বাজার ব্যবসাহি মনির খলিফা ও ডাক্তার সুমন কে জিঙ্গাসা করলে তারা বলেন,এত রাত যদি ফায়ার সার্ভিস আর স্থানিয় লোকেরা না আসতো, তাহলে বাজারের সব দোখানেই মনে হয় পুরে ছাই হয়ে যেত।
Leave a Reply