সাঁথিয়া প্রতিনিধি :
পাবনা জেলার সাঁথিয়ায় মৃত গরু জবাই করে বিক্রি করার দায়ে বলাই কসাই নামে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বলাই কসাই সাঁথিয়ায় দীর্ঘদিন যাবৎ মৃত গরু জবাই করে সেই মাংস বিক্রি করে আসছিল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চলাকালে তার সত্যতার প্রমান পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বলাই কসাইকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে।
ভ্রাম্যমাণ আদালতে বলাই কসাইয়ের ফ্রিজে থাকা ৮০ কেজি মরা গরুর মাংস হাতেনাতে ধরে সেগুলো ধ্বংস করে দেয়।
সাঁথিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জনাব এস এম জামাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সাঁথিয়া, পাবনা।
সাঁথিয়ার স্থানীয় জনগন উপজেলা প্রশাসনের এই সুন্দর মানবিক কাজের জন্য উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের দাবি জনকল্যানে এ জাতীয় অভিযান যেন আরও বেশি চালানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জনকল্যান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।