মোঃ জুলহাস উদ্দিন হিরো,জেলা প্রতিনিধি,শেরপুর।
শেরপুরের ঝিনাইগাতীতে বন্য প্রাণী জীবিত তক্ষকসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ১৪ মে শনিবার বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার মতিঝিল থানার মগবাজার নয়াটোলা এলাকার মৃত আশরাফুল করিমের ছেলে মাে. সিরাজুল করিম (৩৮) ও শেরপুর জেলার সদর থানার মির্জাপুর কাদিপাড়া গ্রামের মৃত শাহ মাহমুদের ছেলে মাে. রফিকুল ইসলাম (৩৫)।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কােম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া তেতুলতলা বাজারের সুচনা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিজ ষ্টােরের সামনে অভিযান পরিচালনা করে বন্য প্রাণী জীবিত তক্ষকসহ ওই ২ ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় র্যাবের
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তা প্রেরকঃ মোঃ জুলহাস উদ্দিন হিরো,
ঝিনাইগাতী। শেরপুর।