এ.এইচ. মাসুদ রানা, দিনাজপুর (খানসামা) প্রতিনিধি;
দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাচনে সভাপতি পদে এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক পদে বখতিয়ার আহম্মেদ কচি নির্বাচিত হয়েছেন।
গত (১৪ মে ২০২২) শনিবার জেল রোডস্থ দলীয় কার্যালয়ে বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপি’র নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান এ্যাড. আশফাক আহমেদ।
এর আগে দুপুর ১২টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট নিতে হবে। এ দাবিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে একটি মিথ্যা বায়োবিও মামলায় কারারুদ্ধ ৩ বারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী এ দেশের গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশনেতা তারেক রহমানকে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করাতে হবে।
দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপি’র ২০টি ইউনিটের ১৯১৯ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৮১৮ ভোট পেয়ে এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক পেয়েছেন ৭০৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মোকাররম হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেকুজ্জামান বাবু পেয়েছেন ৭৫৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১০৯৬ ভোট পেয়ে বখতিয়ার আহম্মেদ কচি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আখতারুজ্জামান জুয়েল পেয়েছেন ৭০৪ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুরাদ আহম্মেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তফা কামাল মিলন পেয়েছেন ৭৩৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- হাসনা হেনা চৌধুরী হিরা প্রাপ্তভোট ১২০৫, মোঃ আমিনুল ইসলাম মুন্না প্রাপ্তভোট ১১১৭ ও মোঃ আনিসুর রহমান বাদশা পেয়েছেন ৯০৯ ভোট।
মোট ১৯১৯টি ভোটের মধ্যে ১৮৫১টি ভোট পড়েছে। এর মধ্যে ২২টি ভোট বাতিল করা হয়েছে।
বার্তা প্রেরকঃ
এ.এইচ. মাসুদ রানা
দিনাজপুর (খানসামা) প্রতিনিধি
Leave a Reply