এস আর,সোহেল রানা(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
রাজশাহীর জেলার মোহনপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আবু হানিক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন রাজশাহী-৫৪ পবা-মোহনপুর-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
সোমবার সকাল ৯ টায় মোহনপুর সরকারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক ভাবে পারিবারিক সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন ও মোহনপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ।
জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, ডেপুটি কমান্ডার মফিজুর রহমান, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম , সাইফুল ইসলাম, মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, সাবেক ইউপি সদস্য ইসরাইল হোসেনসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আবু হানিফ (৮২) রবিবার বিকাল ৫ টা মোহনপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে বার্ধক্যজনিত কারণে মারা যান। বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ স্ত্রী,তিন মেয়ে,দুই ছেলেসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply